♣দৃশ্য: ১
   স্থান: রাজপথ

হউক অশ্লীল; তবু
ন্যাড়া কুত্তার মত ঠ্যাঙ তুলে
দাঁড়য়েছি পথের ধারে---
সভ্যতার সাদা শার্টে শোভন তকমা এঁটে
যে আড়ালেই হেটে যাও তুমি
আমি ঠিক তোমার শরীরে.......।
        
          ( দৃশ্যান্তর)


♣দৃশ্য: ২
   স্থান: জেলগেট

স্যার! হাজতে স্পেস নেই
কোথায় আপলোড হই, বলুন?
তারচেয়ে আনলোডে রিলিজ দেন
আবার পিকেটে যাই।।

          (সমাপ্ত)