ধরুন,খুব সকালে দেখি
সূর্যি মামার অরুণ আলো,
ক ও খ-এর যত বিভেদ
মুচকি হেসে মিটিয়ে দিল।
ক-র যত রাগ-অনুরাগ
মনের চাপা অহংকার--
সবই ভুলে হাত বাড়াল
খ-এর পানে মিত্রতার।
খ-ও যে তার দুঃখ ভুলে
ভুলে গিয়ে মান-অভিমান,
বিষাদ গীতির ছিন্ন সুরে
গাইল যে সে প্রেমের গান!
ভুল অতীতের কথা ভুলে
সন্ধি হল খাতা-কলম,
ক-যে বিলাই গোলাপ ফুল
খ-র হাতে ওষুধ-মলম।
আহা! এমনই যদি হত--
স্বাধীনতার হতনা শেষ,
প্রতিদিনই স্বপ্ন দেখি
স্বপ্ন দেখে বাংলাদেশ !!