আমি যে সরকারী লোক
আমার বল কীসের ভয় ?
ইচ্ছে হলেই করতে পারি
যখন যাহা মনে চাই।
আমি যে সরকারী লোক,ও আমি যে সরকারী লোক
যদি না সইতে পার,বন্ধ রাখ তোমার চোখ।।
আমি যে সরকারী লোক
এদেশ জেনো আমার বাবার,
নাগরিক অধিকারে
কীসের বল দাবী তোমার ? ---(২)
আমি যে সরকারী লোক,ও আমি যে সরকারী লোক
যদি না সইতে পার,বন্ধ রাখ তোমার চোখ।।
আমি যে সরকারী লোক
মানুষ খুন তো ব্যাপার নয়,
বিচারিক আদালতে
তোমার কাঁধেই পড়বে দায় ।---(২)
আমি যে সরকারী লোক,ও আমি যে সরকারী লোক
যদি না সইতে পার,বন্ধ রাখ তোমার চোখ।।