ভোটের চেয়ে শক্তি কাহার
বলতে পার কেউ?
যতই বল বুশ,ব্লেয়ার
দৈত্য-দানব,দেউ!

শহর-গ্রাম ভেদ দেখিনা
কী যে তেলেশ মাতি,
সব খানেই তার সমান খেলা
চিনেনা ধর্ম্ম-জাতি।

যাদুই বল ম্যাজিক বল
ভোটের  মত নয়,
হ্যামেলিনের বাঁশিঅলাও
ইঁদুর হয়ে যায়!

দিন দুপরে আঁধার নামে
রাতের বেলা আলো,
কালো টাকার বিরাট থলে
ভোটের রঙে ধলো!

শীতের কালে গরম লাগে
আষাড়ে নেই বৃষ্টি,
বোশেখ মাসে পাখির গান
সৃষ্টিতে অনাসৃষ্টি!

যে পথ ছিল সবার খোলা
সে পথে আজ বাধা,
ভোট না দিয়ে হাঁটছি পথে
আমরা কী যে গাধা!

পালক নেই পাখাও নেই
দেখ,ভোটের শানে--
ইকারুসের নীল আকাশে
উড়ছে কত জনে!

অন্ধ যে জন সেই তো দেখে
সবার চেয়ে বেশী,
পাপিরা সব তুলসি-ধোয়া
সাধুর গলে রশি।

মূর্খ-জ্ঞানীর নেই ভেদাভেদ
কী যে ভোটের খ্যাতি,
ফুল বাবুরা মাথাল মাথে
কৃষক মাথে ছাতি!

ভোটের ভোলে জাত যে যাই
মেথর-কুলি মামা,
টেকো মাথায় বাবরি দোলে
ভূতের গালে চুমা!

বে-সুরো গান সুরের তালে
গাইছে জনে জনে,
ভোট না পেয়ে দেশের রাজা
না খেয়ে দিন গুনে!

ভোটের জোরে অ-রাজাদের
কাটছে সুখে দিন,
ভূতের ঘাড়ে ভর ক'রে যে
নাচে তাধিন ধিন!

তাই তো বলি,ভোটের সীলে
শক্তি তোমার মিছে,
জোরসে মার সীল-টা ঠুকে
হিসাব কর পাছে !!