সরণ,ত্বরণ,গতি,বেগ
কী আর বুঝি ঘোড়ার ডিম,
অক্ষ-হীন এক কক্ষপথে
ঘুরছি আমি খেলার লাটিম!

দিক,রাশি,ভর,বিন্দু,তল
আমার কিছুই জানতে নেই,
ঘোরাচ্ছ তাই ঘুরছি যে আমি
দ্রুতি,স্থিথি তোমার হাতেই।

বল-হীন এক বস্তু-ই আমি
কাজ, শক্তি-র ভেদ বুঝিনা,
বুঝব কী আর?  তোমার ঘাত-
প্রতিঘাতেই প্রাণে বাঁচিনা!

সূত্রহীন এই বাংলাদেশে
চলছে সবাই ইচ্ছে মতন,
আমিই শুধু ক্ষমতা-হীন
গুরু আমার স্যার নিউটন!!'