রাত শেষে পবিত্র একটি দিনের শুরুতে তোমাকে ভাবছি
আজ এই দিনটি প্রিয়সী,তোমার নামের
উজ্জল পরশে পূণ্যময় হোক !
গতকাল কিংবা তারও পেছনের যত বিদগ্ধ পাপের ক্লেদ
তোমা হ'তে পলায়নপর সেই দিনগুলি--পথেপথে
ঘুরে বেড়া;অামার দু'চোখে বেড়ে উঠা অনাকাংখীত স্বপ্ন
দুঃক্ষ-কষ্ট, রচিত মনের মিথ্যে সকল ভাবনা আর
স্মৃতির কোঠায় পড়ে থাকা লুপ্ত অথবা বিলুপ্ত
সকল চেতনাই আমার পুড়ে ছায় হ'য়ে যাক ।
এসো প্রিয়সী আমার ! এসো হে রাবেয়া ! এসো
আমি যে তোমার হাসান বসরী--পূণ্যময় এই
রাতের স্নানের শেষে ধ্যানমগ্ন দরবেশ যেন
গলিত' মোমের শিখায় জ্বলছি আর
তোমার নামের তাসবিহ্ জপছি বিনীত
করুন ক্ষমার প্রত্যাশায় !
দেখ,দেখ আকাশের বিশাল খিলান খুলে আসে
ওই জান্নাতী-ক্ষমার সুরভী আহ্বান---
বল প্রিয়া, আকাশে দু'হাত তুলে বল
আমিন ! আমিন !!