ক.
তুই-ই ছন্দের ছদ্দবেশে
কেড়েছিস আমার চোখের ঘুম,
রাত নেই,দিন নেই
জেগে থাকি অহর্নিশ
ও কবিতা! ও মন-ময়ুরী কুমকুম!
খ.
ক্ষুধা,কাম-তৃষ্ণা আর
ভুলেছি মুখের হাসি,
অস্তগামে সূর্য-ভার
অভিমানে ম্লান আকাশের শশি!
গ.
কেউ নেই পাশে আজ
ছিঁড়েছি আত্মীয়ের যত বন্ধন,
লোকে বলে 'আত্ম-ভোলা বাজ'
ভুলেছি যে খাদ্যের রন্ধন!
ঘ.
আশা নেই,ইচ্ছে নেই;কথাহীন..
চেয়ে থাকি শুধু অপলক,
তোর প্রেমে মূল্যহীন
আমি এক অবোধ বালক!
ঙ.
শয়নে,স্বপনে
বিমোহীত' জাগরনে,
কাটেনা প্রহর সই
আমার,তোর বিহনে!!