সংসারে সবচেয়ে বেশি মূল্যহীন
উঠোনের মাটি আমি;পড়ে আছি ভাই,
পাইনি পিতার স্নেহ,মায়ের আদর
ভালবাসা--লোকে বলে, আমি কালো তাই !
বোনেরা আমার সুখেই বেঁধেছে ঘর
পতী-প্রেম? খোকা-খুকু? সে অভাব নাই,
আমিই কেবল সঙ্গিহীন,অভাগী-কুলটা
পড়ে অছি--লোকে বলে,আমি কালো তাই !
ভাই'রা সবাই শিক্ষাবীদ,জ্ঞানগুরু
আমি তাঁদেরই বোন;ছিঃ, স্বাক্ষরতা-ই
জ্ঞানটুকু নাই,একেতো কালো মেয়ে
তদুপরি, লোকে বলে,আমি কালো তাই !
খেলার সখীরা আজ কেউ নেই, একা
এই মনের সাথেই কথা বলে যাই,
ডাকিলেও কেউ হায়!আসেনা পাশেতে
ঘৃনা ক'রে--লোকে বলে,আমি কালো তাই !
জন্ম থেকেই জ্বলছি,জ্বেলেছি এ ঘরও
তাই তো সবাই আমার মরন চাই
আজরাইলও ভূলেছে আমাকে পাপে-
অনুতাপে--লোকে বলে,আমি কালো তাই !!