তুমি শুধু জ্বাললে আগুন
আমি শুধু জ্বললাম,
তুমি শুধু করলে আঘাত
আমি শুধু কাঁদলাম।।
তুমি ডাকলে বরষা
মেঘে ভেজা রাত,
ভিজেছি আমি একা
তুমি ধরনি কো হাত। --(২)
কথার ফানুস তুমি বুনলে একা
আমি শুধু শুনলাম।।
আমি স্বপ্ন দেখেছি
ঘর ভরা সুখ,
নিয়েছ কেড়ে তুমি
আমি পেয়েছি যে দুঃখ। --(২)
ব্যাথার আবির তুমি ছড়ালে একা
আমি শুধু মাখলাম।।