তুমি হয়ত' ভালই আছ
বেঁচে আছ অধিকতর আশার সুখ নিয়ে,
ভেবো না, আমিও বেশ ভাল আছি
সুখে আছি বিষন্নতার আঁচল ছুঁয়ে।
বড় অদ্ভুত জীবন-- দুইজন দুই পারে
মাঝখানে বয়ে চলে ভূমধ্য একটা নদীর ক্ষরণ,
বাঁকী কথা ইতিহাস--
ভুল পথে হেঁটে চলে আমাদের ভূগোলীকরণ।
আহ্লাদিতা! বিজিতাই তুমি,
পতাকা হাতে চলেছি চিরকাল একা আমি অনুগামী।