ঝড় এলে তারে ডাকো
বিষন্ন বৃষ্টিতে, মন খারাপের
সন্ধ্যা এলে তারে ডাকো।
শীতে ডাকো গ্রীষ্মে ডাকো
ধরিত্রী তাণ্ডবে, আসন্ন শঙ্কার
দোলাচলে তারে ডাকো।
জ্বর এলে তারে ডাকো
অসুস্থ শয্যায়, শিয়রে শার্সির
ফাঁকে যমদূত উঁকি দিলে তারে ডাকো।
দুঃখে ডাকো দৈন্যতায় ডাকো
তীব্র বেদনায়, যন্ত্রণার প্রতিঘাতী
ক্ষণ এলে তারে ডাকো।
মন! সমাগত এ সুখের দিনে
কই, তারে ডাকো না তো?
০৫/১২/২০১৭