১.
তাল নেই, লয় নেই
নেই ছন্দের কারুকাজ,
হুটোপুটি, গড়াগড়ি
দেখে এলাম বাঁদর নাচ!

২.
মাতা নেই, মাসি নেই
তবুও ডাকছি চাঁদ-মামা,
জাতহীন, পাতহীন
ভূতের গালে দিচ্ছি চুমা!

৩.
চাল নেই, চুলো নেই
বৌ-এর পেটে ভাত নেই,
স্বামী বলে, "টাকা দাও--
বুদ্ধির গোড়া' ধোঁয়া দেই!"

৪.
রিতি নেই, নীতি নেই
পীর,পুলিশই বড় বাবা,
ইলিশ-বোয়াল,গরু
পোলাও থালে দিচ্ছে থাবা!

৫.
ছায়া নেই, কায়া নেই
কীসের এমন বৃক্ষ গো?
ঠাঁই চাই, ঠাঁই নেই
বলছ আমায়, "ভাগো, ভাগো!"