বললে তুমি-- "পাহাড়ে চড়,
আকাশ থেকে চাঁদটা পাড়!
চাঁদের আলো মাখবো গায়ে
শীতল হব জোছনা ছুঁয়ে।
কিন্তু শোন, হঠাৎ যদি
গড়িয়ে পড় পিছলে পা-টি
আমার তবে নেইকো দায়,
আমার শুধু চাঁদটা চাই!"
বললে তুমি-- "নীল সাগরে,
মুক্তা আনো ডুবটি মেরে!
মতির মালা পরব গলে
ভরব কান হীরার দুলে।
কিন্তু বলি, সাগর জলে
হঠাৎ ধরো মরন এলে
আমার তবে নেইকো ভার,
তুমি দোষী ও দোষী পাথার!"
বললে তুমি-- "ওই যে দূরে,
ফুল ফুটেছে বাগান ভরে।
আমায় কিছু দাও গো তুলে
পরব আমি খোপার চুলে।
কিন্তু যদি কাঁটার-ঘাতে
রক্ত ঝরে তোমার হাতে
আমার তবে নেইকো দোষ,
দোষ করে সে নন্দঘোষ!"