বয়সের ভারে ন্যুব্জ হবো একদিন
ঠুক্ ঠুক্ লাঠি হাতে হেঁটে যাবো পথে,
দৃষ্টিহীন হবে দু' চোখের কালো তারা -
সেদিনও ভীষণ ব্যাকুল হবো-- এলে কী গো সাথে!
প্রতিক্ষীত কোন এক পথ-বাঁকে হয়ত' বেলা যাবে ফুরিয়ে,
তুমি-হীনা দেখবো হঠাৎ, আছি একাকী মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে!!