সবই তো হলো প্রায় লেখা
নাম-ধাম, গ্রাম আরও কত কী; এবার বলুন--
"কনে'র দেন মোহর কতটাকা? শতক? হাজার?
বাবাজী! সোনার অলঙ্কারটি ফেলুন..."
টাকা নেই কড়ি নেই, সোনা-দানা? সেও নেই
লজ্জাহত আমি দারুন সম্ভ্রমে নুয়ে আছি মাথা,
হঠাৎ, কী এক সদর্পে বাড়িয়ে দিলাম আমার
স্বরচিত একখানি কবিতার খাতা!