জানতে তো চাইতেই পারো তুমি বেগুনের দর কত?
মরিচের দাম কতটা বেড়েছে? কতটা কমেছে?
আলুটা দেশী না হল্যান্ডের?
জানতেই পারো পদ্মা না গোয়ালন্দের
ইলিশের স্বাদ বেশী? চাল-ডাল
ঠিক আছে; চিনি আরভোজ্য তেলের দাম
হঠাৎ বাড়ল কেন জানতেই পারো।
জানতেই পারো নয়া বেতন-স্কেলের খবর কী?
মহার্ঘ্য ভাতাটা কাটপিস হলো কেন? কিংবা
এই দুর্মূল্যের দিনে চাকুরী ছাড়া বাঁচবে কিভাবে,
সে কথা তো জানতেই পারো।
জানতেই পারো লাইফ-রিহ্যাবিটেশনে কোন দেশ ভাল?
কানাডা না মালেশিয়া, দুবাই না সৌদী? না-কী
সোজা উড়াল দেবে স্বপ্নের দেশ আমেরিকা?
ভিসার রেট আগের মতই, না কমেছে?
জানতেই পারো "মঙ্গল-যাত্রায়" আমাদের আর কত দেরি?
সব প্রশ্নেরই উত্তর আছে
জানতে চাইলে জানা যায় সবই,
কেবল, কিছুতেই জানা হল না--
বাংলাদেশ! তুমি কেমন আছ?