বানভাসি ভারতীয় হাতি (বঙ্গ বাহাদুর) -এর সৌভাগ্যে ঈর্ষান্বিত(!) হয়ে।
………………………………………………………………………

যেহেতু একেশ্বরবাদী,
তদুপরি ঘোর মৌলবাদীও বটে
অতএব………

অবশ্য, ভুল করেও যদি পুনর্জন্মে আসি
মানুষ নয়, সে জনমে হাতিই  হবো!