সাধু নই,
সন্ত্রাসীও ছিলাম না কোনদিন।
লোকে ডাকে "মোল্লা মাহমুদ"
তুমি ডাকো "মৌলবাদী"...

ঠিক এ ভাবেই ছিল গল্পের শুরুটা।

স্বার্থের তাগিদে যত খুশি ফোটাও বোমা,
গল্পটা ফাঁস হলেই বলো "জঙ্গী হামলা!"