চাইলেই প্রস্ফুটিত গোলাপের পবিত্রতা ছুঁয়ে পরিশুদ্ধ হতে পারতাম,
অথচ পাপীষ্ঠ আমি, আজন্মকালই নষ্ট হ'তে চেয়েছি!
অনাঘ্রাত জীবনের গন্ধ শুঁকে তাই
না-ছুঁয়েছি গোলাপ ফুল, না-ছুঁয়েছি নিবিড় তোমাকে।
এই যে, আকাশে ঈগল পাখিরা ঘূর্ণি পাখসাটে বিষ্ঠা ত্যাগ করে
আর আমি "বৃষ্টি বৃষ্টি " ব'লে দু' হাত বাড়িয়ে আছি!
এদিকে তুমিও ভ্রুক্ষেপহীন একগাল হেসে দিলে--
আমি খুব সহজেই নষ্ট হলাম!
কষ্ট নিও না, নন্দিতা!
নষ্ট হওয়ার জন্য তোমাকে বড় প্রয়োজন ছিলো।