১.
সময়ে নেচেছি
এখন নাচাবো,
পারো যদি নাচো--
নইলে, হাজত ঘর!

২.
পেট পুরে ভাত খাও
মন ভরে গান গাও,
বাঁশখালীর খবরে কান দিওনা।
জানোই তো "কুজন কুরব করে… "

৩.
কথায় কথায় দেশপ্রেম!
সার্টিফিকেট আছে তো, কবি?