মাঝে মাঝে ভাবি আকাশে উড়াল দেই--
পাখি হয়ে
কালো মেঘ হয়ে
কখনও সুতো কাটা
ঘুড়ির মতন ইচ্ছের ডানাটি মেলে
সুদূরে হারিয়ে যাই!
মাঝে মাঝে ইচ্ছে হয় নদী হয়ে যাই--
ইচ্ছে হয় দিগন্ত আহ্বানে
ঘোলা-জল-স্রোতের নিবিড় টানে
মাঠ-ঘাট, গ্রাম-শহর পেরিয়ে
তেপান্তরের সমুদ্র-নীলে মিশে যাই!
মাঝে মাঝে মনে হয় পুষ্প হই--
সকাল, বিকাল কিংবা
সন্ধ্যা রাতে ফুলের বিলোল গন্ধে
বিমোহিত বাতাসের সূরভী ছড়াই!
মাঝে মাঝে ভাবি, না-হয় মরেই যাই--
স্বপ্নহীন পোড়া চোখের দৃষ্টিতে
ক্রন্দসী মনের কান্নাতে
ধ্বংস অথবা সৃষ্টিতে
ইচ্ছে হয়, খু-ব ইচ্ছে হয়
অযুত মনের ''ইচ্ছে হ'য়ে"
আবারও জন্ম নেই !