খুব দূরে নয়--
হাত বাড়ালেই
হয়ত' আকাশ ছোঁব,
আমি তো স্বপ্নের
খুব কাছাকাছি,
স্বপ্নহীনা তুমি ভাব!

আমার আকাশে
আমি স্বপ্নে লীন,
দ্বিধানলে তুমি
পোড় প্রতিদিন!