ত্রৈয় বছরের সন্তান আমার,
হঠাৎ আজ অজ্ঞাতসারে দর্পনে আনন দেখে
পরম বিস্ময়ে অভিভূত, মন্ত্র-মুগ্ধে বাগবাগ!
দৌড়ে এসে, হেসে হেসে
বলল আমার ক্রড়ে ব'সে--
"বাবা! দেখ, দেখ মনি হাঁসে।"
ছোট্ট শিশু বোঝেনা কিছুই,
কী দেব জবাব তার ? পেলাম না
খুঁজে কিছুই তৎক্ষনাৎ।
অনন্তর, সে যন্ত্রচালিতের মত দর্পন পশ্চাতে
হাত ফিরিয়ে ফিরিয়ে খুঁজল তার মনিকে--
"লুকিয়ে আছিস, থাম?"
ব'লেই সে উল্টিয়ে ধরল দর্পনখানি
"যাহ্ বাবা! পালিয়ে গেল মনি..."
আমি হেসে ফেললাম।
রাগে-দুঃখে, অভিমানে
ফুঁপিয়ে কেঁদে পালিয়ে গেল সন্তান আমার।
ওহে জ্ঞানি-প্রজ্ঞাবান!
বলো, কী জবাব দিয়ে ভাঙব আমার
সন্তানের এই অভিমান?