এসেছে মৌলবী; সর্দার, মন্ডল আর
গ্রামের সকল গন্যমান্য, শুভানুধ্যায়ী ও আত্মীয়ের দল।
এসেছে বিয়ের কাজী;
সাক্ষীও প্রস্তুত চারপাশে--
মুখোমুখি ব'সে বিনীত মৌলবী, কালেমা পাঠের শেষে
হঠাৎ সহাস্যে বললো: "সজোরে বলো, বল বাবা!
বলতো, "কবুল! কবুল! কবুল!"
খোদার কসম, সাক্ষীত্রয় শুনেছে আমার কথা,
বলেছি কবিতা! কবিতা! কবিতা!
পুনশ্চঃ--
-----
হাসির হিল্লোল উঠে বিয়ে ঘরে
অবাক সবাই--
"বাহ্, বাহ্ এযে দেখি
আমাদের মহান কবি জামাই !"