১.
সূত্র বলে--
"নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে।"
তার আগে বলুন, হে কর্তাবাবু!--
গ্যালন-জলে কী নদী বাঁচে?
আরেকটা প্রশ্ন--
বাংলাদেশ বাঁচলে, বন্ধু বেজার হবে না তো?
২.
শুনুন! একাত্তরের অস্ত্রে কী মরচে পড়েছে?
না-কী পিরিতের কাহ্নপদে কবি সেজেছেন?
হাহা....রাগ করলেন, বাবু?
বলুন না?
যুদ্ধ!
আমজনতা প্রস্তুত, আপনি?