১.
নিদারুণ  নিষিদ্ধ জেনেও আমি ভালবেসেছি তোমায়!
পৃথিবী বিরুদ্ধে যাবে? যাক-- তুমি আছ, আমার কীসের ভয়?

২.
কাগজ-কলম, কাজী আর সাক্ষী ডেকে লাভই কী বল্?
তারচে' চল্-না মেয়ে! কুড়োই গিয়ে ভালবাসার উৎপল।