সভ্যতার তখতে মানবতা আজ পরাহত
মানচিত্রে প্রতিটি রেখা জুলুমের সরাইখানা
বসন্তের অজানা দহন জাতির ভাগ্যাকাশে ।
দেশের সূর্য সন্তানেরা গুম খুন আর-
সাজানো ক্রসফায়ার নাটকে বলি প্রতি-মুহুর্তক্ষণ।
মগডালে বসা চেঙ্গিস আর হালাকুর প্রেতাত্মারা,
বঙ্গমাতার উদর দেশপ্রেমিকদের বধ্যভূমি।
রক্তলুলোপ পিশাচের দল সবুজ এ ব’দ্বীপ কে করছে-
পরতন্ত্রের নরক যন্ত্রনার আসক্ত অঞ্চল।
রাজপথ ফাঁকা বুলেটে আচ্ছাদিত জনতার কন্ঠ,
সত্যের অংশু মানবরা হস্তহীন দন্তে অধিক্ষিপ্ত।
গনতন্ত্র লাশ হয়ে নদী নালা খাল বিলে ভাঁসছে,
অগতি পথে শান্তির পায়রাগুলোর অকাল প্রয়াণ।
মেঘবতী আকাশ, অকস্মাৎ দমকা হাওয়ায়-
ছিন্ন ভিন্ন সূর্যোদয়ের সোনালী আভা।
কালবৈশাখীর প্রচন্ড প্রলয়ে বটবৃক্ষগুলোর শিকড় নড়েবড়ে,
শান্তির অবোধ প্রত্যয়ে বর্গিদের চরণ পথে আমার মানচিত্র।
দেখো অর্থহীন প্রলাপ চলছে অধিনিয়মের পাঠশালায়,
বোধের ভিতর অনঘ গনতন্ত্রের আত্মাহুতি গ্রীষ্মের খরায়।
দেবযানে পিষ্টহয়ে লাল সবুজের পতাকা বিকৃত,
চৈত্রের দানবীয় হাওয়ার বিলীন স্বাধীনতার স্বাদ।
মীরজাফর,ঘষেঠিদের বিকৃত ন'খ জাতির সিংহাসনে,
জনতার উজ্জল আগামী অত্যাহিত, সামনে দীর্ঘশ্বাস।
পরাধীনতার শৃংঙ্খল বাংলার আকাশে অনিবার,
উৎকন্ঠিত মানুষের নিরব উত্থান দীর্ঘ থেকে দীর্ঘতর।
আমার মানুষ্যবোধ কাঁদে, অনম্বর ইচ্ছে হয়-
ফরমায়েশি আইনের সাজানো দন্ড হাতে তুলে নিতে,
অঘ্রাত অগ্ন্যস্ত্রের ষ্টিগার চেপে ধরতে মানবতার কল্যাণে।