জুলুমের দাবানল জ্বালিয়ে দিয়েছে ঘর,
জীবনের প্রতিটি কোণে রচিত রক্তের প্রহর।
অন্যায়, অবিচার, ছলনার অন্ধকার,
তবুও জাগ্রত হৃদয় খুঁজে নেয় মুক্তির পথবার।

জালিমের তলোয়ার ভেবেছে সবকিছু শেষ,
কিন্তু ন্যায় আর সত্যের প্রদীপ নেভে না কখনো বেশ।
হয়তো সময় নেয়, হয়তো ক্লান্তি আসে,
তবু ন্যায়ের লড়াই থামে না, সে আলোর বুকে ভাসে।