দু পয়সা দানে -
তুমি হয়েছো দানবীর দাতা,
আমি গ্রহীতা-
চির ঋণী ভরে গেছে ঋণের খাতা।
তুমি গুনে রাখ-
হিসেবের খাতায় পাই টু পাই নিত্য
যতক্ষণ আমি ঋণী-
চির কৃতজ্ঞ ততক্ষণ তোমার ভৃত্য।
তুমি শুনে রাখ-
তোমার হাত আজ উপরে বলে
আমারে কর তুচ্ছ জ্ঞান,
আমি অভাবী -
আমার হাত আজ নিচে বলেই
তোমারে ভাবি এত মহান।।
ঢাকা-৩০-০৬-২০২০খ্রীঃ