11অঘ্রায়ন,1419
কত সত্য ঐ ধ্রুবতারা
জ্বলেছিল নয়ানের সমুখে।
গানের ধুয়ার ন্যায় পুনঃপুনঃ
দুলেছে স্থবির চোখে।
অকষ্যাৎ
উঠিল আর্তনাদ।
থামিল আশার ভেরী।
গগন ঘন মেঘে ঢাকিল আপনারে;
ঢাকিল আঁধার ঘেরি।
ক্ষণিক বিশ্বতানে আঁধারের খেলা
ভাসায়ে দিল অহরহ নিরাশার ভেলা।
যে সত্য এতদিন
ছিল বিমলিন
আকাশের গায়;
ক্ষণিক সংকটে
বিশ্ব চিত্রপটে
সে কত মিথ্যাময়!