05আশ্বিন,1418
সখী,
আমি কি হলেম এতই পর ;
এতই অচিনা ?
ভাল লাগার মধ্যে ফাঁক
আমায় আমি !নাইবা থাক ;
তোমায় আমি সেও কি প্রিয়
হৃদয় হরণহীনা ?
আমার মলিন কণ্ঠ খানা উদাস মন্দাকিনী ,
গাইতে নারি গান ।
নিষুতি ঘন অন্ধকারে
যে গান দিলে কণ্ঠ ভরে
কোথায় যেন তার রহিল ছেদ
দিখের অশ্রু ভেদ;
গগন মূলে ছিন্ন হল
তানপুরাটির তান ।
আমি কি হলেম এতই অতীত;
এতই অচিনা ?
প্রণ পনে যা আশা করে
চেয়েছিনু অশ্রুভারে
বিপুল করে সব পাওয়াতে
বাঁজে প্রলাপ বীণা ।
চেনা জানার অবকাশে
মৌন মিলন উদাস বেসে
ক্ষণিক ব্যবধানে
আমি কি সখী ,হলেম পর
নিখিল অভিমানে ?
হলেম তোমার হিয়ার মাঝে
তিক্ত যাতনা ?