দেশ নাকি হুট করে বদলেছে স্বর্গে
কাজ করে তবে আর লাভ কি?
স্বর্গের লোক যদি খেটে মরে দিন-রাত
থাকে তবে স্বর্গের ভাব কি?
তাই ভাবি কাজ ছেড়ে ফুর্তিতে ক’টা দিন
কেটে গেলে এ’তে আর ক্ষতি কি
স্বপ্নেরা উড়ে গেল গিন্নির ঝাড়িতে
বলে, “হাদা” এই কথা প্রতীকী।
মেয়েদের জাতিগত প্যাঁচ আটা স্বভাবে
খোঁজে শুধু অন্যের মন্দ
ফুল পেলে নাকে ধরে সন্দেহে দশবার
খোঁজে ফিরে বারুদের গন্ধ।
যাই হোক আমি জানি স্বর্গে তে আছি ভাই
জ্ঞানী জন মিথ্যা কি বলবে?
মেয়েদের সন্দেহ দুনিয়া বা নরকে
হয়তো’বা স্বর্গে তে চলবে।
ঘ্যানঘ্যানে ঘুম ভেঙে ছুটে যাই বাজারে
নারী জাতি ছাড়ল না স্বর্গ,
গিয়ে দেখি বাজারে তে নরকের উত্তাপ
নিমেষেই কেটে গেল গর্ব।