পান থেকে চুন খসে চলে যায় প্রাণটা
চোখ দু'টি লাল করে
কেউ যদি গাল ধরে
ছিঃ ছিঃ করে দূরে সরি, চেপে ধরে কান টা।
মরে লোক পথে ঘাটে মরে যায় যাক না;
পদে পদে চোর যতো বসে আছে থাক না।
হাঁটি পথে চুপচাপ
মুখে নিয়ে সদালাপ
চারিদিকে মেলে ধরি শান্তির পাখনা।
কেউ যদি গান ধরে
আগামীর সুর করে
ঘৃণা জাগে শুনে সেই গান টা;
ছিঃ ছিঃ করে দূরে সরি, চেপে ধরে কান'টা।
লুটেপুটে চেটে খায় চারিদিকে লুটেরা;
দেখে দেখে ঠোঁট চাপে প্রগতির দূতেরা।
কেউ দিলে চিৎকার
চোর! চোর! ধর! ধর!
যাই নাতো সেই বাজে কাজে'তে;
এতো বাজে লোক দেখে ভেবে মরি লাজে'তে।