বিক্ষুব্ধ রাত বিজয়ের পূর্বাভাস
দাম্ভিকতার গিরি হিমালয় দ্রোহের আগুনে পুড়ে-
ছাই হয়ে গেল চোখের পলকে;
ধূলায় মিশেছে কারুনের ধন নমরুদ ফেরাউন
দিকে দিকে শুধু নতুনের জয়গান।
রক্তের বানে শিকল ভেঙেছে যারা
বুক পেতে দিয়ে জালিমের খঞ্জরে
সে জোয়ার রুখে সাধ্যটি কার?

আঁধার পূজারী নিশাচর প্রাণ ভয়েতে কম্পমান
ফিকে হয়ে আসে শিকারির চোখ
চারিদিকে শুধু ভয়
ঘুট ঘুটে কালো রাত।