তন্দ্রার ঘোরে মুদিত নয়ন ভাবছ এসেছে মৃত্যু
ভাবছ পেয়েছি ক্ষমতার রাজ বেশুম লুটের বস্তু।
ক্ষমতা তোমার যা কিছু ইচ্ছে হিসাবে কে বা গণ্য
তুমি ও তোমরা এদেশের শুধু আমরা পূজোর জন্য।
করতে শক্ত তোমাদের হাত আমাদের পিঠ তক্তা
আমরা কেবলি শুনে যাই আর তোমরা মঞ্চ বক্তা।
যা কিছু শুনাও সত্য-মিথ্যা শুনি আর বলি সত্য
রাজার টিকেট পেয়েছ তোমরা স্বর্গ নরক মর্ত্য।
নমরুদ কি’বা ফেরাওন নয় তোমরা তাদের ও ঊর্ধ্বে
জগৎ মালিক মেনে নিল হার ক্ষমতার এই যুদ্ধে!
তাই বুঝি কর স্পর্ধায় বড় শুনাও দাপট মন্ত্র
সামলাতে গদি প্রতিক্ষণ কর বিকল রাষ্ট্র যন্ত্র।
জাগবে যখন জনতার হাত ফুটবে জবান অস্ত্র
ক্ষমতার গায়ে থাকবেনা আর লজ্জা ঢাকার বস্ত্র।
কতো নমরুদ ফেরাঊন আজ ইতিহাসে দেয় শিক্ষা
থেমে যাবে সব ক্ষমতার জয়; সময়ের প্র-তিক্ষা।