আমার শহরে ভোরের সূর্য উঠে -
পুবের সীমানা ধরে
প্রতিদিন গায় ঘুম ভাঙা গান ভোরের পাখিরা
মধু আহরনে মধু-মক্ষিকা ফুলে ফুলে ছুটে
দখিনা বাতাসে দূরে ভেসে চলে ফুলেল সুভাস
কারফিউ দিয়ে বন্ধ হয়েছে বিরহের সুর
তবুও সেখানে প্রেমের গন্ধ নেই
নেই কারো মুখে প্রাণখোলা হাসি
লাশের মিছিলে প্রতিদিন বাড়ে শকুনের আনাগোনা
ছিঁড়ে ছিঁড়ে খায় আগামী দিনের স্বপ্নে বিভোর তরতাজা প্রাণ।

তবুও স্বপ্ন দেখি-
কোন এক দিন লাশের মিছিল ঠেলে
জেগে উঠা কোন বিপ্লবী হাত ধরে
মুক্তির সূর্যটা উঁকি দিবে ফের পুবের সীমানা জুরে।