মৃত্যু দুয়ারে ডাকে,
ভাবছ কি বহুদূর?
ভাবছ কি বেলা সবে হলো শুরু
ধীরে পাড়ি দেব বহু দূর পথে;
ভোগের খায়েশে ভরে নিয়ে প্রাণ
সাক্ষাতে যাব মৃত্যুর সাথে।
বহূদূর হতে মরণের ডাক
আসবে যখন কানে,
এপারের দেনা শোধ করে সব
যাব ওপারের টানে।
ভুলে গেছ তুমি-
জন্মের ক্ষণে শুনেছিলে আহবান,
বাম কানে তাই দিল আকামত
ডান কানে-তে আযান।
এখনতো শুধু কাফন জড়িয়ে
নামাজ রয়েছে বাকি,
ভেবে দেখ তুমি দুনিয়ার মোহে
সময় গিয়েছে ফাঁকি।
ওহে মুসাফির দ্বার খোলে শোন
এলো ওপারের ডাক,
যতো মোহ-মায়া দুনিয়ার টানে
এপারেই পড়ে থাক।