এসেছে সময় সেঁজেছে সমর
ধর ধর মাঝি হাল,
উঠ উঠ মাঝি নোঙ্গর তোল
বাতাসে ভাসাও পাল।
আকাশ বাতাস আজ কেঁপে যাক;
শুনে তোমার-ই হায়দারী হাঁক;
সত্যের স্রোতে আজ ভেসে যাক;
শোষণের বেড়াজাল।
কতোকাল বল দেখবে শুধুই
মজলুম চোখে পানি?
কাটবে কি বসে এমনি তোমার
তামাম জিন্দিগানী?
এইতো সময় বাঁজাও বিষাণ
উড়াও দিনের বিজয় নিশান;
শান্ত জলেতে ভাঙরে পাষাণ;
জয় কর মহাকাল।