শত মমতার গল্প গাঁথুনি পৃথিবীর ভাঁজে ভাঁজে
কিছু নয় তার মাতৃ তুল্য মা তাঁর তুলনা নিজে।
কত প্রিয়জন বন্ধু-স্বজন প্রাণপ্রিয় সন্তান
হতে পারে পর এলে কভু ঝড়
ভুলে শত অবদান।
পুষ্প কাননে মধু আহরণে
ভিড় করে কত অলি,
বাসন্তী স্রোতে অবশেষে ভাসে
মধুময় প্রেম গুলি।
জাগতিক যত প্রীতি ভালোবাসা
যত সুর যত গান
মা গো তুমি ছাড়া মনোহরা ধরা
সবকিছু নিষ্প্রাণ।
মাতৃ মমতা হারিয়েছে যার কী যে ব্যথা সেই বোঝে
সব আছে তবু শূন্যতা জাগে
ধু ধু মরু চর হৃদয়ের বাগে
কোন কিছু নয় সেই ব্যথা সম
সে তার তুলনা নিজে।