কলম পেয়ে মলম বেচে জ্ঞান চোরা দের দল
নাম কামাতে গড় গড়ি খায় নেতার বগল তল।
নেতার গুনের মালা সাজায়
তেলের নদী নামের পূজায়
জাতির বুকে চাপুক যতোই পাথর জগদ্দল;
হাসি মুখে কেবল চাটে নেতার বগল তল।
কলম যে তার বেজায় দামী সকল কাজের নয়,
সব বিষয়ে নাক গলানো জ্ঞানের অপচয়।
তাইতো কলম চোখ বুঁজে রয়
বাতাস বুঝে ফের কথা কয়
যুগের স্রোতে দেয় বাজিয়ে স্তুতিতে মর্দল;
বগল চাটা নাম পুজারি কলম চোরার দল।