যুদ্ধ এখনো বাকি,
আমার আকাশে বাড়ছে ক্রমশ শকুনের আনাগোনা
শোষকের মেঘ ঢেকে দিতে চায় নতুন ভোরের আলো
কেড়ে নিতে চায় হতাশার ফাঁকে উঁকি দিয়ে জাগা
আমার ঠুটের হাঁসি।
তীক্ষ্ণ নজরে শিকারী সাজায় ভয়াল হিংস্র থাবা
ছিঁড়ে খেতে চায় নতুন আলোর সন্ধানে জাগা বিপ্লবী প্রাণ
মুছে দিতে চায় রক্তের দাগ নতুন ফসলি ঘ্রাণ।
যুদ্ধ এখনো বাকি,
মুজাহিদ তুমি আড়মোড়া ভেঙ্গে জাগ
এখনো আসেনি বিভোর ঘুমের কাল
লুটে নিতে ওরা ক্রমশ সাজায় ষড়যন্ত্রের জাল।