ঘড়ির কাঁটায় স্রোতের তালে
                সকল কিছুই বদলে যায়,
সকাল গিয়ে সন্ধ্যা আসে
বিদায় এসে হাত বাড়ায়।
ভাবছ তুমি অনেক বাকি, জীবন গানের গল্প আঁকি
         ছন্দে গানে কাটবে বেলা সুখ ছড়ায়;
          মরণ এসে হঠাৎ তখন হাত বাড়ায়।

সুখের খুঁজে আপন ভুলে হন্যে হয়ে নিত্য দিন
          মাতাল জীবন ক্ষণ যাপনে
               সর্বহারা সুখ সাধনে
     রঙের ছটা হারায় যতো সাধ রঙিন।

ভোরের পাখি সাঁঝের বেলা ভিড়ায় পাখা নীড় খোঁজে
সঙ্গী যে তিন দু’জন ফিরে, একের বসত কবর ঘরে
                তবু মানুষ স্বার্থ ভোলা
            নিত্য চাওয়ার হিসেব খোলা
    ভাবনা যখন দাঁড়িয়ে সুখের দোরগোড়ায়
        মরণ এসে হঠাৎ তখন হাত বাড়ায়।