চল ভেসে যাই আজ দাঁড় বেয়ে নেই কাজ
          জীবন নদীর পথে বামে,
এ সাহস বড় অতি লাভ নয় হবে ক্ষতি
          স্রোত যদি টেনে নেয় ডানে।
একসাথে থাকা যদি ডেকে আনে তর্কাদি
          পরিচয় করে দেয় কালো,
বুক ভাসে যাক ভেসে হয় যদি অবশেষে
          মুখ ফিরে থাকা টাই ভালো।
পরিজনে দিলে শাপ আজীবন পরিতাপ
          আগামীর পথে রবে বাধা,
হৃদয়ে উপল চেপে হাসি মুখে চুপেচুপে
          আজ ভালো ক্ষণিকের কাঁদা।
জীবনের কোন ক্ষণে আমি যদি আসি মনে
          দেখো মেলে কবিতার পাতা,
যে পাতার প্রতি পদে মমতায় রাখি বেধে
          আমাদের হৃদয়ের কথা।