আমি দূর থেকে তোমাকে দেখেছি
নিষ্পলক চাহনি কোথাও খুঁজে পাইনি
চোখের ভাষা এত সুন্দর হতে পারে!
হতাম যদি চক্ষু বিশেষজ্ঞ
গবেষণায় মন দিতাম!
অন্বেষণ করতাম ওই চোখে কোনদিন।
তোমার চোখে চোখ রেখে হয়েছে সর্বনাশ
লোকে আমায় কবি বলে ছন্দে তুমি বরাবর
হিজাবে আবৃত নীল আভা চোখ দৃষ্টি সমুন্নত
তোমার দুটি পাপড়ি খুঁজি অনবরত-
আমি থাকতাম ভীতু হারানোর ভয়
আমায় পেয়ে বসে যখন তখন,
কি মায়া আচ্ছন্ন রাখে সারাদিন।
ডুবে যেতে চাই  ওই দু চোখে
নিষ্পাপ মনে দেয় কত দোলা
ভালোবাসি তোমার চাহনি!
জগৎ সংসারের বিনিময় চাই তোমায়
চোখে চোখ রেখে বলতে চাই
ভালবাসি বড্ড ভালবাসি ।।