জ্যোৎস্না ছায়ায় ঢাকাতে পারেনি
আমার চোখের জল-
প্রিয়া তুমি ছেড়ে গেছো
আমায় রেখে বহুদূর-
তোমায় আমার ভালো লেগেছে
সেটাই আমার প্রথম প্রেম
তোমায় হারিয়ে নিঃস্ব আমি!
বলতে পারেনি কখনো ভালবাসি
গণিত আমি বরাবরই কম পারি
মিলাতে পারেনি সমীকরণ,
ভুলটা না হয় দেখিয়ে দিয়ে
রয়ে যেতে সারা জীবন!
বেজায় তুমি ভালো থেকো
একই শহরে থেকে অচেনায় বহুদূর
আমার আক্ষেপে পুড়ে না যেন
তোমার সুখের দিনক্ষণ।।