তুমি আর আমার হলে না
মনে মনে কতবার তোমাকে চেয়েছি
আমার হৃদয়ের অন্তস্থল থেকে
অনুভূতির সুখ খুঁজেছি
আমার সুরের ছন্দ ছিলে তুমি
জীবনের ঊষার আলো,
অধরা স্বপ্নের  হারানো বেদনা।
শীতের শিশিরে সূর্যের আলোয় মত
আমায় নিয়েছো মুছে জীবন থেকে,
তুমি আর আমার হলে না
তাই জ্যোৎসার আলোয়
নিজের ব্যর্থতার ছায়া খুজি!
এই অতৃপ্তি মন বারবার আমাকে কাঁদায়
তুমি আর আমার ভালোবাসা হলে না,
তুমি আর আমার হলে না।।