আমার কাছে তুমি
অপূর্ব এক পৃথিবী
সব বিশেষণ শেষে
থাকো অবশিষ্ট

আমার কাছে তুমি
জীবনের এক উপাদান
ঘুরেফিরে তুমি যেন
আমার আলোচনা

আমার কাছে তুমি
সুখ দুঃখের মাঝামাঝি
কখন যে কি হবে
চিন্তায় থাকি সব সময়  

আমার কাছে তুমি
জন্ম মৃত্যুর অনুভূতি
স্রষ্টার কাছে প্রার্থনা
মিলেমিশে আমরা বাঁচি।।