কবিতা আর কি লিখব যখন দেখা
আমার ভাইয়েরা সীমান্তের তারে ঝুলা-
রক্তে ভিজে যাচ্ছে ফসলের মাটি
শাসকগোষ্ঠীর তদন্তের নামে আছে মুচকি হাসি।
প্রবন্ধ লিখতে গিয়ে আমি আজ শিহরিত
ঘুম আর হত্যা এ যেন ফিরে না আসার মেলা,
ফুলে উঠে জলাশয় লাশ এ তো মুখ চেনা
চোখের পানি ছাড়া আর নেই কিছু করা।
উপন্যাস কি লিখব তাতে আমিও আজ পরিনিত-
অসুস্থ রাজনীতি প্রত্যেকেই এক একটি চরিত্র
এ যেন বলতে হয় জন্ম আমার আজন্ম পাপ,
জাতি আজ কলুষিত চরিত্রের জন্য কলঙ্কিত।
গল্প লেখা হয়না তা শুনই বরং ক্ষান্ত
জাতির পতাকার গল্প ঐতিহাসিক একাওর-
প্রত্যেকে আজ এক এক গল্প কার
সত্য আজ মাটি চাপা আমরা অসহায় নির্বিকার।
ছড়া লিখতে গিয়ে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ,
আগামী প্রজন্মের কাছে কি রেখে যাবো-
কি তার উত্তর প্রয়োজন আলোকিত পরিবর্তন
তা ভেবে আমি সাহসী সোনালী সময়ের অপেক্ষায়-
তাই আমি লেখে যাই আবার মনুষ্যত্বের সন্ধানে।।
প্রকাশ কাল : (ঢাকা কলেজ, ব্যবস্থাপনা বিভাগ, সেতুবন্ধন, ম্যাগাজিন -২০১৩)