কাজ দিবে আমায় একটা কাজ,
গ্রামের মেঠোর ঢের মাইল পথ হেঁটে
খেয়া নদী আর গরু ছাগলের সাথে
করে এসেছি মোটর ট্রাক গাড়িতে।
অশিক্ষিত নই পাস করেছিস ফাইপ-
অনাহারে-অর্ধাহারে পারছিনা গ্রাম্য,
জীবন-জীবিকা তালগোল সবই আজ।
বিদ্যা বুদ্ধি পেটে না হয় আমার কম-
ছোট বেলায় এতিম আমি দিইনি সুযোগ।
পয়সার যত সব আত্মীয়-স্বজন করে দুরদুর
ভিটামাটি মিটিয়ে নিল এতিমের আগের
সব দেনা পাওনা মহাজন আর মোড়ল।
বয়সে আমি কিশোর বালক তাতে কি
চালাতে রিক্সা ভ্যান ভারী যত কাজ।
না হয় বেশি সময় করব কাজ যদি দাও,
পেটে দুটি ভাত না তুলে গায়ে হাত।
গ্রাম থেকে শহরে এসেছে না খেয়ে দুদিন-
সাহায্য না কাজের বিনিময় খেতে চাই
কাজটা বড় দরকার কাজ দিবে কাজ !