কথা শোনার জন্য তোমার আজও অপেক্ষায় আছি
তোমার নীল আভা চোখ খুঁজে অবচেতনে মন,
সমুদ্রের জোয়ার ভাটা শব্দ আমি শুনি!
দুর দিগন্তের মেঘমালারা আমায় দেখে বলে যেন
কি কথা ছিল তাহার সাথে?
তুমি যদি তা বলো-
বৃষ্টি হয়ে ঝরে পড়ে তোমায় আমরা শোনাবো!
স্বরলিপিরা বলে বাদ দাও না, বল না লিখে দিতে
নদীর উপর উড়ে যাচ্ছে দুটি প্রজাপতি শোনাও না
কি কইবে কথা?
কি শোনার জন্য তোমার এত আকুলতা?
দূরপাহাড়ে সূর্য অস্তে আমায় বলে গেল
শুনবি কোন কথা দিনে কিংবা রাতে!
নীড়ে ফেরা পাখিরা আজকে
কি হবে তোমার কথা শোনা?
যাও তবে ফিরে ঘরে,
ভোরে দেখায় কইব তখন কথা!
জ্যোৎস্না রাতে হিমেল বাতাসে,
শব্দের সুরে গাছের পাতা নড়ে
কি কথার জন্য তোমার আকুলতা?
বড্ড পাগল তুমি পাগলামি যায় দেখা!
পৃথিবীর স্তব্ধ হয় না এক মুহূর্ত!
শব্দ সুর কথামালার উৎসবে যেন একাকার
দূর থেকে ভেসে আসে-
ভালোবাসি বড্ড ভালোবাসি!